ডালিম খান : শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)। ২৪ জানুয়ারী সকাল ১১টায় দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামে জানুয়ারি মাসের ২য় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া । তথ্য সেবা কর্মকর্তা সাহানূর ইসলাম অণু , তথ্যসেবা সহকারী সহ দলীয় নেতৃবৃন্দ। উঠান বৈঠকে উপস্থিত ২৫ জন গ্রামীণ মহিলাদের জীবন ও জীবিকা সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত করা হয় এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা বিনামূল্যে প্রদান করা হয়।