নিজস্ব প্রতিনিধি, নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় আগুন, খবর পেয়ে পরির্দশন করেন নরসিংদী ২ পলাশ আসনের এমপি আনোয়ারুল আশরাফ খান দিলীপ,পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন পৌর মেয়র শরিফুল হক শরিফ, আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের কর্মীরা।গ্যাসলাইন লিকেজ হয়ে শুক্রবার দুপুর ১টার দিকে দেশের বৃহৎ এই সার কারখানায় আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নূরুল ইসলাম।তিনি বলেন, সার কারখানার নতুন ভবনের নির্মাণকাজ চলছে। ভবনের পাইলিংয়ের সময় গ্যাসলাইন লিকেজ হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে পলাশ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।আগুনের গতি বেশি থাকায় নরসিংদী ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা উদ্ধারকাজে অংশ নেয় নরসিংদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপনকারী মো. মোজাম্মেল বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি সার কারখানার পাশের নির্মাণাধীন ভবনে গ্যাসলাইনের কাজ করতে গিয়ে আগুনের সূত্রপাত হয়। পরে ওই ভবন থেকে আগুন ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।