ডালিম খান /নরসিংদীর শিবপুরে বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) উপজেলার সাধারচর ইউনিয়নের দক্ষিণ সাধারচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর নির্দেশনা ও শিবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এর তত্ত্বাবধানে।ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। এসময় বাল্যবিবাহ দেয়ার চেষ্টা করায় না-বালিকা মেয়ের পিতাকে ৫০০০/-(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড দেয়া হয় এবং মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ হওয়ায় আগে বিয়ে দিবেন না বলে তার নিকট হতে মুচলেকা নেয়া হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহযোগিতায় ছিলেন শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম।