নিজস্ব প্রতিনিধি /নরসিংদীতে সোমবার ২১ ডিসেম্বর ২০২০ ডিবি নরসিংদীর এসআই জাকারিয়া আলম, এএসআই রেজাউল ও সংগীয় ফোর্স এর সহায়তায় নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৬:২৫ মিনিটে নরসিংদী মডেল থানাধীন হুগলীয়া সাকিন হইতে (১) মোঃ শামীম মিয়া ( ৩৮), পিতা- মোঃ তাঁরা মিয়া, সাং- কাজিরচর( মধ্যপাড়া), থানা -শিবপুর নরসিংদী, এ/পি- হুগলিয়াকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২৯,১০০ টাকা।
এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।