শিবপুর প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাব ইউনিয়নের বিরাজ নগর গ্রামে প্রাকৃতিক সৌন্দর্য টেক-টিলা কেটে সাবাড় করছেন মনির নামে এক ব্যক্তি। তিনি বিরাজ নগর গ্রামের আব্দুল বাছেদ মিয়ার ছেলে। জানাযায় বিরাজ নগর উত্তর পাড়া এলাকায় প্রায় দুই একর লাল মাটির পাহাড় কেটে বিক্রি করে দিচ্ছেন মনির। তিনি স্হানীয় প্রাশাসন ও ভূমি আইনের কোন তোয়াক্কা না করে এই টেক কেটে পরিবেশ নষ্ট করছেন। এ ব্যাপারে শনিবার (২ জানুয়ারী) সরজমিনে স্হানীয় সংবাদ কর্মীরা সংবাদ সংগ্রহের জন্য গেলে মাটি ব্যবসায়ী মনির সাংবাদিকদের সাথে অসৌজন্যমুলক আচরণ করেন। তিনি উপরমহল ম্যানেজ করেই টেক কেটে ধংস করছেন বলে হুংকার দেন। সাংবাদিক কেন প্রশাসনের কেউ তাকে কিছু করতে পারবেনা বলেও জানান।
এলাকাবাসী জানান, স্হানীয় বিএনপি নেতা আব্দুল বাছেদের ছেলে মনির দাপট দেখিয়ে পাহাড় কেটে যাচ্ছেন এতে এলাকার রাস্তাঘাট ও আশপাশের ফসলী জমি, পুকুর ক্ষতিগ্র হচ্ছে । তাকে কেউ কিছু বললে সে হুমকি দমকি দিয়ে থাকে। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।