মাহাবুব খান : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়ন পরিষদের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সংগ্রামী ও ত্যাগী নেতা বিনয় কৃষ্ণ গোস্বামী ব্যাপক গণসংযোগ করেছেন।
১২ ই ফেব্রুয়ারি শুক্রবার উপজেলার ইটাখোলা মোরে এই গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।পুটিয়া ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মজুমদারের সভাপতিত্বে ও শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি কামাল হোসেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সদস্য আলমাস মিয়া,পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাদির সরকার,পুটিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব দে,পুটিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মেহাম্মদ আলী,যুবলীগ নেতা বিল্লাল,এরশাদ মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিনিয় কৃষ্ণ গোস্বামী এলাকায় স্থায়ীভাবে বসবাস করেন,তাই জনগণের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।ইউনিয়নের গীরব, অসহায় ও অবহেলিত মানুষের বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন।পুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগকে সুসংগঠিত করতে তিনি দীর্ঘ ২৫ বছর যাবৎ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।যার ফলশ্রুতিতে পুটিয়া ইউনিয়নে বর্তমানে আওয়ামীলীগের একটি শক্ত অবস্থান রয়েছে এবং তার সাংগাঠনিক দক্ষতাকে মুল্যায়ন করে তাকে শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায়,বিনয় কৃষ্ণ গোস্বামী একজন সৎ,নম্র ও যোগ্য ব্যক্তি,তিনি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রাণ।তাকে দলীয় প্রতীকের মনোয়ন দিলে বিপুল ভোটে তিনি জয়লাভ করবেন।