কে.এইচ.নজরুল ইসলামঃসারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বই উৎসবের অংশ হিসেবে নরসিংদীর মনোহরদী উপজেলার গোতাশিয়া নুরুল মজিদ হুমায়ুন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসব-২০২১ পালন করা হয়েছে ।শনিবার( ২জানুয়ারি ) দুপুরে বই উৎসবে নরসিংদী- ৪(মনোহরদী-বেলাব) সাংসদ শিল্পমন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।এসময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার শাফিয়া আক্তার শিমু,সহকারী কমিশানর (ভূমি) মোঃ ইকবাল হাসান,উপজেলা শিহ্মা অফিসার শহিদুর রহমান,স্কুল কমিটির দাতা সদস্য শিল্পমন্ত্রীর সহধর্মিনী নাদিরা মাহমুদ,মনোহরদী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান,স্কুলের প্রধান শিক্ষকও শিহ্মার্থীরা প্রমুখ ।