নিজস্ব প্রতিনিধি /নরসিংদী গোয়েন্দা শাখা ডিবি পুলিশের বিশেষ অভিযানে সোমবার (১১ জানুয়ারি ২০২১ খ্রিঃ) নরসিংদী ডিবি পুলিশ জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ০৬ (ছয়) জনকে গ্রেফতার করেন এবং তাদের দখল হতে ০২ (দুই) টা সচল পিস্তল, ০২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
এসআই মোস্তাক আহম্মেদ, এএসআই রাহুল মজুমদার নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২১:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভাগদী এলাকা হতে (১) ইমন আহম্মেদ (২০), পিতা- আঃ গফুর মিয়া, সাং- ভাগদী, থানা ও জেলা-নরসিংদীকে ০১ টা (এক) সচল পিস্তলসহ গ্রেফতার করেন।
এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন নরসিংদী সদর হতে (২) রাজীব কাজী (২৫), পিতা- গুলজার হোসেন, সাং- বাগহাটা পালপাড়া, থানা ও জেলা-নরসিংদীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই নূরে আলম হোসাইন, এএসআই আবুল কালাম আজাদ মাধবদী থানাধীন নওয়াপাড়া হতে ২৩:০০ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৩) আজিজুল (২১), পিতা- মোহাম্মদ আলী, সাং- নওয়াপাড়া, থানা-মাধবদী, জেলা-নরসিংদীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন।
এসআই মাহমুদুল হাসান মারুফ, এএসআই মোহাম্মদ আব্দুল আলীম পলাশ থানাধীন দক্ষিণ দেওড়া হতে ১৩:১৫ ঘটিকায় চিহ্নিত সন্ত্রাসী (৪) মোঃ রাসেল মিয়া (২৭), পিতা- ইমান হোসেন, সাং- ইছাখালী, (৫) মামুন (৪০), পিতা- জামাল উদ্দিন সরকার, সাং- বারারচর, উভয়থানা- পলাশ, জেলা- নরসিংদীদের ০১ টা সচল পিস্তল ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করেন এবং শিবপুর মডেল থানাধীন পূর্ব মুন্সেফেরচর হতে ১৭:০৫ ঘটিকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী (৬) জিলন (২২), পিতা- জনাব আলী, সাং- কামারগাও, থানা-শিবপুর, জেলা-নরসিংদীকে ৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামত ২ টা সচল পিস্তল, ২ রাউন্ড কার্তুজ ও ১৯০ পিস ইয়াবা।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় পৃথক পৃথকভাবে এজাহার দায়ের করা হয়েছে।