ডালিম খান /নরসিংদী পলাশ ঘোড়াশাল মেয়র পদপ্রার্থী শরিফুল হক পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এবং বাজারে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। দুইবারের নির্বাচিত বর্তমার সফল পৌরমেয়র ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি শরীফুল হক আবার ও সম্ভাব্য আওয়ামীলীগে নৌকার প্রার্থী হিসেবে তিনি মাঠ চষে বাড়াচ্ছেন, শরীফল হকের নেতৃত্বে হাজারো জনতা গণসংযোগে যোগ দিচ্ছেন কিন্তু গণসংযোগে রোপ দিচ্ছে জনসভার। শরীফুল হক নেতাকর্মীদের কে সাথে নিয়ে সকাল থেকে গভীর রাত প্রযন্ত ভোটাদের দ্বারে দ্বারে ছুটছেন।