ডালিম খান /নরসিংদীর শিবপুরে হাজী আফছার উদ্দিন ভূঁইয়া ফাউন্ডেশনের আয়োজনে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (২৪ জানুয়ারী) বিকালে উপজেলার বান্দারদিয়াস্থ হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজী ইনস্টিটিউট মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল।
হাজী আফসার উদ্দিন ভূঁইয়া (রহঃ) ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ খোকন ভূঁইয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক তাপসী রাবেয়া।
ছাত্রলীগ নেতা জিয়া উদ্দিনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজী আফছার উদ্দিন ভূঁইয়া সাইন্স এন্ড টেকনোলজী ইনস্টিটিউট এর অধ্যক্ষ আলমগীর হোসেন, হাজী আফসার উদ্দিন ভূইয়া (রহঃ) ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করবী জাহান পিয়া, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তাজুল ইসলাম খান জনি, প্রচার সম্পাদক রাজন রায়, পৌর মহিলালীগের আহবায়ক রোমানা বেগম প্রমুখ। অনুষ্ঠানে শিবপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৬ শত শীতার্ত দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।