ডালিম খান / নরসিংদী জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিবপুরে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন শিবপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনুর রশীদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সামসুল আলম ভূঞা রাখিলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, শিবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি খোকন ভূঞা, সাধারণ সম্পাদক ফারুক উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান খান সাধারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি জাহিদুল হক দিপু সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃহসহ উপজেলা পর্যায়ে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দুইশতাধিক শীতার্ত নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।