মাহবুব খান : নরসিংদীর শিবপুরে সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার সহধর্মিণী ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ মরিয়ম বেগম এর স্বরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল মান্নান ভূইয়া পরিষদের আয়োজনে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজ মাঠে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আব্দুল মান্নান ভূইয়া পরিষদের সদস্য সচিব আরিফ উল ইসলাম মৃধা, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল মান্নান ভূইয়া, শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তাইজুল ইসলাম খান ঝিনুক, শিবপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরহাদ আলম ভূইয়া,তিতাস গ্যাস এর সাবেক সিবিএ সভাপতি মাহবুবুল হক ভূঁইয়া,যোশর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি তোফাজ্জল হোসেন, আয়ুবপুর ইউনিনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আবু তাহের, বাঘাব ইউপি চেয়ারম্যান তরুণ মৃধা, সাবেক ছাত্র নেতা মোজাম্মেল হক আঙুর, প্রভাষক কামাল হোসেন, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর,মান্নান ভূঁইয়া পরিষদের প্রচার সম্পাদক খোরশেদ আলম মিয়াজি,মান্নান ভূঁইয়া পরিষদের নেতা মহসিন খান,মনির মাষ্টার,কাঞ্চন মাষ্টার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভিপি রফিকুল ইসলাম রাব্বানী।
মিলাদ ও দোয়া মাহফিলে প্রফেসর মরিয়ম বেগম এর ছোট ছেলে ভূইয়া নন্দিত নাহিয়ান স্বজন ভার্চুয়ালে যুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেন।