নিজস্ব প্রতিনিধি /১৪ ফেব্রুয়ারী নরসিংদীর পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ৩য় বারের মতো অংশ নিতে নরসিংদী পৌরসভার প্রয়াত সাবেক জনপ্রিয় মেয়র লোকমান হোসেনের ছোট ভাই শহর আওয়ামীলীগের সভাপতি বর্তমান মেয়র আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আজ বুধবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর ধানমন্ডির আওয়ামীলীগ সভাপতির কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন তিনি।
এসময় নরসিংদী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের আব্দুল মতিন ভূঞা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জিএম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু প্রমুখ।