কে.এইচ.নজরুল ইসলামঃনরসিংদীর মনোহরদী উপজেলার রামপুর তরুণ যুব সংঘের উদ্যোগে মরহুম নূরুল ইসলাম বাবুর আলী ফ্রি ফ্রিজ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৯ফ্রেবুয়ারি) বিকেলে রামপুর খেলার মাঠে এ ফাইনাল ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়।মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বাবু শান্তি রঞ্জন দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আলমগির হোসেন,রমিজ উদ্দিন মাস্টার ভারপ্রাপ্ত সভাপতি খিদিরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, কাউছার হোসেন বিপ্লব খিদিরপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।খেলায় অংশগ্রহন করেন মান্দালকান্দী একাদশ বনাব বড়চাপা একাদশ। খেলায় বিজয়ী হয় বড়চাপা একাদশ।
ফুটবল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।