ডালিম খান / নরসিংদীর শিবপুরে নানা সকল অপরাধ নিমূলে ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করেছে শিবপুর মডেল থানা পুলিশ। ২১ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শিবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন শিবপুর মডেল থানার জনবান্ধব ওসি (ওসি) মোল্লা আজিজুর রহমান।ওসি মোল্লা আজিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে এই ব্লক রেইড অভিযান পরিচালনা করা হয়েছে। আজকে কাউকে আটক করা হয়নি বা কোনো কিছু জব্দও করা হয়নি। এ অভিযান অব্যাহত থাকবে বলে ওসি মোল্লা আজিজুর জানান। ব্লক রেইড অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর ও মনোহরদী সার্কেল) মোঃ মেসবাহউদ্দি , শিবপুর মডেল থানার এসআই মিজানুর রহমান, এসআই শামিনুল, এসআই আফজাল, এসআই আমিনুল ইসলাম, এসআই ইমরান, এসআই মুরাদ, এসআই রাসেল, এএসআই জিয়াউরসহ থানার পুলিশ সদস্যরা।