নিজ্স্ব প্রতিনিধি /রবিবার (০৬ ডিসেম্বর ২০২০ খ্রিঃ) ডিবি নরসিংদীর এসআই তাপস কান্তি রায়, এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১৪:৪৫ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন দক্ষিণ কান্দাপাড়া সাকিনস্থ বাংলা মাঠ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) হৃদয় মিয়া (৩১), পিতামৃত- সিরাজ মিয়া, সাং- রাঙ্গা মাটিয়া, (২) সুজন মিয়া (২৬), পিতা- মোস্তফা মিয়া, (৩) বিজয় মিয়া (২৩), পিতা- আমির হোসেন, উভয়সাং- দক্ষিন কান্দা পাড়া, সর্বথানা ও জেলা- নরসিংদীদের ৩০০ (তিনশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৯০,০০০/= (নব্বই হাজার) টাকা।
গ্রেফতারকৃত আসামী হৃদয়ের বিরুদ্ধে ইতোপূর্বে ৮ টা, সুজনের বিরুদ্ধে ৪ টা, বিজয়ের বিরুদ্ধে ৩ টা মাদক মামলা রয়েছে।
এ সংক্রান্ত নরসিংদী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।