নিজস্ব প্রতিনিধি /নরসিংদীর ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার প্রকল্পের চিন ও জাপানের নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ফার্টিলাইজার প্রকল্প এর অডিটোরিয়াম কক্ষে চিন ও জাপানের নাগরিকদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন) ইনামুল হক সাগর, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এবং সদর সার্কেল শাহেদ আহমেদ, পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাসির উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হুমায়ুন কবীর, ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।