বার্তা রিপোর্ট : নানা অপকর্মের অভিযোগে নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সদস্য পদ থেকে কামরুল ইসলাম কামালকে বহিস্কার করেছে কার্যনির্বাহী পরিষদ। জানা গেছে, নরসিংদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল পারভেজ এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও বিভিন্ন অপপ্রচারের দায়ে তাকে বহিস্কার করা হয়। এছাড়া গতকাল ৮ ডিসেম্বর নরসিংদী সদর মডেল থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও দায়ের করা হয়।মামলা নং ৮।
মামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার পুলিশ কামরুল ইসলাম কামালকে গ্রেফতার করে।
এর আগে তার বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা হয়েছিল।