নিজস্ব প্রতিনিধি /নরসিংদীর শিবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রোজ্জ্বলন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত প্রদীপ প্রোজ্জ্বলনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কবিরুল ইসলাম খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামল চন্দ্র বসাক, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।