ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার কুন্দারপাড়া এলাকায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে ইসলামী বক্তা জোনায়েদ সিদ্দিকী (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন মাইক্রোবাস যাত্রী। নিহত জোনায়েদ সিদ্দিকী পুরান ঢাকার মাওলানা তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলের ধর্মীয় বক্তা ছিলেন। ৪ ডিসেম্বর বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। ইটাখোলা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহিদুল হক জানায়, গতরাতে সিলেটের একটি মাহফিল থেকে ওয়াজ শেষ করে প্রাইভেটকার যোগে ঢাকায় ফিরছিলেন জোনায়েদ সিদ্দিকী। এ সময় বিপরীত দিক থেকে ব্রাক্ষণবাড়িয়াগামী আরেকটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জোনায়েদ সিদ্দিকীর মৃত্যু হয়। দুইজন গুরুতরসহ আহত হয় আরো চার মাইক্রোবাস যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের এক যাত্রীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করেছে। অন্যান্য আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছে।